Activity

না করাটা করা এবং সত্যি
না বলাটা বলা এবং সত্যি
না দেখাটা দেখা এবং সত্যি
না শোনাটা শোনা এবং সত্যি
না ছোঁয়াটা ছোঁয়া  এবং সত্যি
না ভাবাটা ভাবা  এবং সত্যি
না মনে রাখাটা মনে রাখা এবং সত্যি
না চাওয়াটা চাওয়া এবং সত্যি
না পাওয়াটাও পাওয়া এবং সত্যি
মিথ্যা কখন সত্যি হয়না
সত্যি কখন মিথ্যা হয় না
এখনই একমাত্র সত্যি


সৎ কাজ করতেই হয় 
মিথ্যা করা বলা ভাবা ..... অসম্ভব 
কারণ আমি যে সত্যি 
যা এখন তাই সত্যি আর সব মিথ্যে
সত্যি কখনো তৈরি অসম্ভব 

কারণ সৃস্টিকর্তা 
যা হবার তা হবেই হবে আমি কোনোকিছু করেই তা বদলাতে পারবোনা 


আমাকে করতেই হবে না করা এবং মনে রাখতেই হবে  ~ ভুলে গেলে যাবো তাতো থামানো যাবেনা 

জানামতে এক জন্ম পার হয়ে গেলো।
৭০ বছর কম নয় এখনো বুঝতে এবং জানতে বাকি যে আমি অপদার্থ আমার দ্বারা কিছুই সম্ভব নয় ।যার কিছুমাত্র জানিনা  সেই সব করে ভাবায় দেখায় করে আমি শত সহর্ষ বছরেও সেই ক্ষমতা পাবনা কিছু করতে পারবোনা। মনে রাখা বা ভোলা আমার ক্ষমতাতে নেই।

আমি সর্বাংশ মিথ্যা 

i must always ignore no matter what surrounds me that includes me and my outburst or death or after


এখন এই মুহূর্তটি আমার জীবনের পরম শুভ খুশির মুহূর্ত  ~ আমার কর্মফল 

i alone is the creator of my unhappiness and none else

my unhappiness is my inability to perceive till my end ~ would not have i to do the same ~ is there any other option


is it impossible to be quiet silent JUST NOW?

i am perfectly unhappy just now with everybody's certificate and concurrence ~ IT IS MY UNFORGETTABLE RESOLUTION FOR LIFE THAT I NEED NO MORE HAPPINESS OR COMFORT



Comments

Popular posts from this blog

non american

প্রান্তরের গান আমার

dinkar