সে

নেই প্রতক্ষ্য দর্শী নেই প্রমান
জীবনটা বৃথা

কেও দেখলোনা কেও শুনলনা
অদৃষ্ট্য
-----
গেলোনা সে এবার 
রয়ে গেলো পাশে 
সব সময়ের জন্যে
-------
চিনিনা জানিনা বুঝিনা দেখিনা শুনিনা ... বলিনা করিনা ভাবিনা

কি করব 

বাছা বাছি চেষ্টা করেও করতে পারি না পালাতেও আমি পারি না
------
কি জানি কি বলি ভুল ঠিক কিছুই বুঝি না
বোধ হয় ঠিক আমি যখন বলেছি
-----
সে 

মহাকাশের উপর আকাশ 
মাটির তোলার মাটি 
সৃষ্টি কর্তা বিধাতা 
তার ইচ্ছেয় হয় 
এখন স্মৃতি ভবিষ্যৎ 
আমি জগৎ
আমার দেখা শোনা বোঝা জানা চেনা 
ভুল ধোঁকা সুখ দুঃখ আনন্দ ব্যাথা 
ভালোবাসা খুন খুনি কারণ স্বপ্ন 
..........
সব 
~  

মগজ ধোলাই হলো 
মাথা আমার পরিষ্কার হলো 
ভার ভার ভাবটা গেলো 
মাথা এখন আমার নেই 
দরকার নেই 
হালকা হালকা লাগছে 
ঘারের উপরটা

কারোর ব্যাপার ই আমার নয় 
আমার ব্যাপার ও কারোর নয় 
সবাই নিজের নিজের 
কারোর কাওকে কিছু করা সম্ভব নয় 
নিজের মালিকানা নিজের 

স্বত্ত ত্যাগ করেও দেওয়া অসম্ভব 
স্বত্ব ত্যাগ করে যদিও কেও দেয় 
নেওয়া বা ছোঁয়াও অসম্ভব
সমবেদনা সমচেতনা সমভাবনা সবই অসম্ভব 

কাঠের জ্যান্ত পুতুল !

আমি মহাজ্ঞানী 
আমি অতি ঘনিষ্ট আজন্ম তোমার 
তবুও আমি জানবোনা 
কোনো দিন কোনো সময়ই  
সবসময়ই ~ আমি ভাবছি যে তুমি ভাবছো ... 

তুমি বললেও আমি কখনোই জানবোনা তুমি কি ভেবেছো 
আমার জানা  অসম্ভব তোমার মন 
 
সত্যি সত্যি সত্যি  .....

চোখে লাগে ধাঁধা 
কোথায় আমি জুড়ি 
ভাবি যখন একা 
পাগল পাগল 
সে তখন দেখায় 
কেও ত নেই 
আমিই সব 

সেই ধাঁধা 
আমি ছাড়া কেও জানে না কে সে 
পাবে না কখনো খুঁজে 

সবই তাঁর রসিকতা হাসতেই হবে 
এক রসিকতা দুবার বলা চলেনা 
সে করতে দেয় না 
সে সেই অধিকার দেয়নি  

আমার আমি হবার অধিকার ও পাইনি কখনো


Comments

Popular posts from this blog

non american

প্রান্তরের গান আমার

dinkar