সত্যি
দিনের আলোতে সব কিছু ঠিক সকালের হাঁটাও তেমন কিছু দেরি নয়।
কিন্তু চোখ কখনো পরিষ্কার নয় তবুও চলছি থেমে থেমে বোরো চক্কর নেবো না ছোট ?
বড়োটাই নিলাম। দু তিন বার স্লিপার আটকে গেলো গড়িয়ে পড়লাম।
এই প্রথম। আমার জীবনে।
সবের প্রথম আছে পড়ার ও প্রথম আছে।
কিছুক্ষন থেমে থেকে ভাবলাম বাড়ি এখনো কত দূর পারবো কি নিজে নিজে যেতে?
দুজন দেখলো আমাকে মাটিতে পরে যেতে আর উঠে বসতে তারা আমাকে পাস্ কাটিয়ে চলে গেলো।
আমি মনে মনে ধন্যবাদ দিলাম। বাড়ি এখনো অনেকদূর। রাস্তায় আরো দু একবার পথের পাশে বসলাম। এবার জেগে জেগে তুলাম পাথরটা ঝেড়ে পুছে রাখলাম সযত্নে।
সব এর শেষ আছে । ভুলের শেষ আছে। এবার ঠিক। এটা ভুল হওয়া অসম্ভব।
এটা আমি নেই সত্যের আলোয় ঝলমলে উজ্জ্বল জগৎ জাগে জাগে কল্পনায় নয়।
আমার জগতের কোনো পূর্ব পরিচিতি নেই।
চির স্থির অজানা
কিন্তু চোখ কখনো পরিষ্কার নয় তবুও চলছি থেমে থেমে বোরো চক্কর নেবো না ছোট ?
বড়োটাই নিলাম। দু তিন বার স্লিপার আটকে গেলো গড়িয়ে পড়লাম।
এই প্রথম। আমার জীবনে।
সবের প্রথম আছে পড়ার ও প্রথম আছে।
কিছুক্ষন থেমে থেকে ভাবলাম বাড়ি এখনো কত দূর পারবো কি নিজে নিজে যেতে?
দুজন দেখলো আমাকে মাটিতে পরে যেতে আর উঠে বসতে তারা আমাকে পাস্ কাটিয়ে চলে গেলো।
আমি মনে মনে ধন্যবাদ দিলাম। বাড়ি এখনো অনেকদূর। রাস্তায় আরো দু একবার পথের পাশে বসলাম। এবার জেগে জেগে তুলাম পাথরটা ঝেড়ে পুছে রাখলাম সযত্নে।
সব এর শেষ আছে । ভুলের শেষ আছে। এবার ঠিক। এটা ভুল হওয়া অসম্ভব।
এটা আমি নেই সত্যের আলোয় ঝলমলে উজ্জ্বল জগৎ জাগে জাগে কল্পনায় নয়।
আমার জগতের কোনো পূর্ব পরিচিতি নেই।
চির স্থির অজানা
Comments
Post a Comment