খুব সুন্দর
সে অনেকদিন আগের কথা ..
বিদিশার রাজা নতুন রাণীকে নিয়ে ভাবলেন মাছ ধরতে যাবেন । রাজ জ্যোতিষী কে জিজ্ঞেস করলেন বৃষ্টি হবার আশঙ্কা আছে কিনা ? জ্যোতিষী গণনা করে বললেন কোন আশঙ্কাই নেই !
লোকলস্কর নিয়ে রাজা চললেন মাছ ধরতে, পথে দেখা এক চাষার পোয়ের সাথে । বেচারা টোকা মাথায় হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছে গাধার পিঠে । রাজাকে দেখে নেমে পেন্নাম ঠুকলো । যখন জানলো রাজামশাই মাছ ধরতে যাচ্ছেন , বললো শিগ্গির ফিরে যান মুষল বৃষ্টি আসছে !
রাজা বিশ্বাস না করে এগিয়ে চললো । খানিক পরেই শুরু হলো মুষল বৃষ্টি , সবাই ভিজে কাগ !
পরদিন রাজা সভায় এসে প্রথমে বরখাস্ত করলেন রাজ জ্যোতিষী কে আর তারপর ডেকে পাঠালেন সেই চাষাকে । এলে সাদরে অভ্যর্থনা করে বললেন আজ থেকে তুমিই হবে রাজ জ্যোতিষী ! সে বেটা তো আকাশ থেকে পড়লো , বললো জ্যোতিষের আমি কি জানি ? রাজা যখন বললেন তাহলে কাল কিকরে সঠিক বললে ?
একগাল হেসে চাষার পো বললো সেতো জানে আমার গাধা । ওর কান দুটো যখনই ঝুলে পড়ে বুঝতে পারি দারুন বৃষ্টি আসছে !
সবশুনে রাজা গাধাকেই নিয়োগ করলেন ......
সেই শুরু , তারপর থেকে আজ অব্দি সরকারি গুরুত্বপূর্ণ পদে গাধাদেরই নিয়োগ করা হচ্ছে ☺ তারাপদ রায়
Comments
Post a Comment